শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

ইন্ডিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস

আর্ন্তজাতিক ডেস্ক: ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পরপরই পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দিয়েছে ইন্ডিয়া। নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ আরও বেশকিছু পদক্ষেপ নিয়েছে তারা।

পেহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়নোর বিরুদ্ধে শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান।

প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এসময় তিনি বলেন, পানি–সন্ত্রাসবাদ বা সামরিক উসকানিসহ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত।

প্রস্তাবে ‘ইন্ডিয়া নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২০২৫ সালের ২২ এপ্রিল সংগঠিত পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার সব অসার ও ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে।’ এতে আরও বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান–সমর্থিত মূল্যবোধের পরিপন্থী।

প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানের মর্যাদাহানি করতে ইন্ডিয়া সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের এই ধরন পরিচিত। সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্যই সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে।

ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও ১৭ জন আহত হন। নিহত ব্যক্তিদের একজন নেপালের, বাকিরা ইন্ডিয়ার নাগরিক। নিহত ব্যক্তিদের সবাই পুরুষ। অধিকাংশই ইন্ডিয়ার অন্যান্য রাজ্য থেকে আসা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *