দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট নিরসনে পদক্ষেপ চেয়ে মিয়ানমারকে জোরালো বার্তা দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা মিয়ানমারকে একটি শক্তিশালী বার্তা দিতে যাচ্ছি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সঙ্কট শুরু হওয়ার পর আরও তিন বছর অতিবাহিত হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্ষতিপূরণের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। “…এটি বাংলাদেশের জন্য একটি বিশাল বোঝা,” বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এটা বলা হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দেশের রাষ্ট্রপতির শুভেচ্ছা জানান।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ১৮তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছেন।