আর্ন্তজাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন চলমান রয়েছে। এরই মধ্যে ইসরাইল ইরানকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ওয়ায়েজ বলেছেন, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইলের কথিত হামলা ‘নিজের মাটিতে অন্য দেশকে লক্ষ্যবস্তু করার মতো’।
আল-জাজিরাকে ওয়ায়েজ বলেন, ‘সামগ্রিকভাবে এটি এখনো একটি কম-সিমার আঞ্চলিক যুদ্ধ বলে মনে হচ্ছে। এটি এখনো একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নেয়নি। তবে দেখা যাচ্ছে যে ইসরাইল এই সংঘাতকে প্রসারিত করার জন্য তার শক্তিতে সবকিছু করার চেষ্টা করছে।’