বিনোদন প্রতিবেদক: আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমাটি। নতুন খবর হলো ঈদ উপলক্ষে একই দিন মালয়েশিয়ার বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম। তিনি বলেন, ‘মানব পাচারের বিরুদ্ধে এ ছবির গল্প। মালয়েশিয়ার বিভিন্ন শহরে প্রচুর বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা বসবাস করেন। তাঁদের এ বিষয়ে সচেতনতার একটা ব্যাপার আছে। তা ছাড়া সেখানে বাংলাদেশি সিনেমা দেখার সুযোগ কম। ঈদের ছুটিতে তাঁদের বাড়তি আনন্দ দিতেই আমাদের এ আয়োজন।’
জানা গেছে ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মাঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহুরবারু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে ‘শান’।
ছবিটি দেশের বাইরে পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো সিনেমা দেশের বাইরে পরিবেশন করছে। এর আগে ‘মিশন এক্সট্রিম’ ছবিটি দেশের বাইরে পরিবেশন করেছিল তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান বলেন, ‘ঈদের মতো বড় উৎসবে এখানে বসবাসকারী বাংলাভাষীদের বিনোদনের জন্যই ‘শান’ রিলিজ দিচ্ছি। এতে করে তাঁদের ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যাবে।’
তিনি জানান এরপর ইতালি, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।