পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাজার। আশপাশের রাজ্যগুলো থেকে অনেকেই কলকাতায় এসেছেন ঈদের কেনাকাটা করতে। রোজার কারণে ভিড় বেশি দেখা যায় সন্ধ্যার পর। তবে বিকেল থেকে কলকাতার বিভিন্ন এলাকার ইফতারি বাজারেও ভিড় জমে।
ঈদের জন্য নিউমার্কেট ও আশপাশের এলাকার দোকানপাট খোলা থাকছে রাত ১০টা অবধি। তবে অন্যান্যবারের মতো এবার বাংলাদেশ থেকে আসা ক্রেতাদের সংখ্যা কম। নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোডের হোটেল পাড়ায় এখন বাংলাদেশের ক্রেতাদের ভিড় তেমন নেই।
ধর্মতলা থেকে গড়িয়াহাট, শিয়ালদহ থেকে রাজাবাজার বা বেলগাছিয়া-পার্ক সার্কাস থেকে এন্টালি-খিদিরপুর সব জায়গাতেই ঈদের বাজার ধীরে ধীরে জমছে। শিশুরা ঈদের নতুন নতুন ডিজাইনের পোশাক পরিচ্ছদ, টুপি, জায়নামাজ, নানা প্রসাধনী এবং নতুন জুতো জামা কিনছে।
মুন্সিগঞ্জের আবদুল করিম এবং তাঁর স্ত্রী জেসমিন আক্তার কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন। বললেন, চিকিৎসা শেষে এসেছেন বাচ্চাদের জন্য ঈদের পোশাক কিনতে। ঢাকার গুলশানের এক বাসিন্দা বলেছেন, বাংলাদেশিদের কাছে কলকাতার পণ্যের একটা আলাদা আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণ থেকেই তাঁরা এখানে ঈদের বাজার করতে আসেন।
গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিংমলও ঈদকে সামনে রেখে আলোকসজ্জা করেছে। ঈদ মোবারক ব্যানার টানিয়ে ক্রেতাদের স্বাগত জানানো হচ্ছে।