চন্দন ঘোষ: উইম্বলডন জুনিয়ার্সের ফাইনালে উঠে রেকর্ড গড়ল প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জী। এদিন সেমিফাইনালে অবাছাই সমীরের সামনে ছিল অবাছাই ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গ। এই ফরাসি তারকা যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসে সরাসরি শেষ চারে জায়গা করে নেয়। এদিন জুনিয়র সিঙ্গলসের সেমিফাইনালে ইতিহাস গড়লেন সতেরো বছরে প্রবাসী বাঙালি সমীর। ৭-৬, ৪-৬, ৬-২ গেমে ওয়েনবার্গকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন তিনি।
প্রসঙ্গত, প্রথম রাউন্ডে সাত নম্বর কোর্টে সমীর হারায় দ্বাদশ বাছাই পোলান্ডের মাক্স কাসনিকোয়স্কিকে। এই ম্যাচ সমীর জেতে ৬-২, ২-৬, ৬-৩ গেমে। দ্বিতীয় রাউন্ডে এই বছর সতেরোর খুদে টেনিস তারকা স্লোভাকিয়ার পিটার বেঞ্জামিন প্রিভারাকে ৬-১, ৫-৭, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছায় সমীর। তৃতীয় রাউন্ডে সমীর হারায় ব্রাজিলের পেদ্রো বসকার্ডিন ডায়াসকে। দুর্দান্ত লড়াইয়ে খেলার ফল ছিল ৬-২, ৬-১। এরপর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে হেলায় উড়িয়ে দেন এই প্রবাসী বাঙালি। খেলার ফল ছিল ৬-১,৬-১।
এদিন প্রথম গেমে জিতলেও দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক সমীরের প্রতিপক্ষ গুয়েমার্ড ওয়েনবার্গ। দ্বিতীয় গেমে হার মানলেও তৃতীয় গেমে কাঙ্খিত জয় তুলে নেয় সমীর ব্যানার্জী। আর এদিনের জয়ের ফলে ইতিহাসের পাতায় নাম লেখালেন ১৭ বছর বয়সী সমীর ব্যানার্জী।

