মতিঝিল, ঢাকা: উচ্চ শিক্ষা অর্জনের নিমিত্তে লন্ডনে গেলেন শেরপুরের কৃতি সন্তান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ হাসান শোয়াইব খান। গত ২১শে ফেব্রুয়ারি তিনি যুক্তরাজ্যের নর্দামব্রিয়া ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিলেত গমন করেন। নর্দামব্রিয়া ইউনিভার্সিটিতে তিনি দুই বছর মেয়াদী ‘এমএসসি গ্লোবাল লজিস্টিকস, অপারেশনস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট উইথ এডভান্সড প্রেকটিস’ এ পড়াশুনা করবেন এবং উচ্চ শিক্ষা শেষে দেশের উন্নয়নে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ইতিমধ্যে নর্দামব্রিয়া ইউনিভার্সিটির ‘প্রোগ্রাম রিপ্রেজেনটেটিভ’ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স রিপ্রেজেন্টেটিটিভ’ হিসেবে মনোনিত হয়েছেন।
মেধাবী ছাত্র মোহাম্মদ হাসান শোয়াইব খান ২০১২ সালে শেরপুরের কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি, ২০১৪ সালে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেল পাবলিক কলেজ থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এইচএসসি এবং ২০১৯ সালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যাচেলর অব সায়েন্স ইন ইনডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইন্জিনিয়ারিং’ এ কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি ‘আইইএলটিএস’ এ অভারঅল ৭.৫ ব্যান্ড স্কোর করেন এবং যুক্তরাজ্য গমনের আগে তিনি ‘মেন্টরস ‘আইইএলটিএস কোচিং সেন্টার’ এ পার্ট টাইম ইন্সট্রাকটর হিসেবে শিক্ষকতা করেন।
শেরপুরের কৃতি সন্তান মোহাম্মদ হাসান শোয়াইব খানের গ্রামের বাড়ি শেরপুর সদরের চরবাবনা গ্রামে। তিনি বাংলাদেশ এডিটরস ফোরামের সহ সভাপতি, শেরপুর জেলার একমাত্র দৈনিক ‘দৈনিক তথ্যধারা’ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও স্বনামধন্য প্রিন্টিং শিল্প প্রতিষ্ঠান সোনালী প্রিন্টিং প্রেস, সোনালী সিটিপি ও সোনালী গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান সাহেবের একমাত্র পুত্র ও শেরপুর জেলার স্বনামধন্য শিক্ষক মরহুম নওয়াব আলী খান স্যার ও জাহানারা বেগমের নাতি।
তিনি যেনো খুব সফলতার সাথে যুক্তরাজ্যের নর্দামব্রিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রিসহ উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারেন এবং পরবর্তীতে দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারেন সেজন্যে সকলের কাছে দোয়া প্রার্থী। তার সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার দাদী।