উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক নিচু এলাকা প্লাবিত এবং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে হয়েছে। আজ অর্থাত্ বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় জারি করা হয়েছে কমলা সর্তকতা। আগামী তিন দিন বৃষ্টির পরিমাণ এই সমস্ত জায়গায় বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মূলত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া খারাপ থাকবে। যার ফলে ধস নামার আশঙ্কা রয়েছে। এর আগেও বৃষ্টির জেরে ধস নেমে দুর্ঘটনা ঘটেছে কালিম্পং-এ।
পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত মেঘাচ্ছন্ন আকাশ পাশাপাশি কয়েকটি জেলায় আজ থেকে হালকা বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।