নভেল করোনাভাইরাস থেকে বাঁচাতে শিশুদের পান করানো হলো দেশীয় মদ। আজব এ ঘটনা ঘটেছে ওডিশার মালকিনগিরি জেলার পসরানপল্লি গ্রামে। জানা গেছে, আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের বাসিন্দারা গত সোমবার করোনা সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় গ্রামের ৫০টি শিশুকে দেশীয় মদ পান করায়।
পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, ওই গ্রামের অন্তত ৫০টি শিশুকে গ্রামসংলগ্ন একটি মাঠে বসানো হয়। তারপর সবুজ শালপাতায় ‘সলপ রস’ দিয়ে তৈরি দেশীয় মদ পান করানো হয়। আর উদ্ভট এ কাণ্ডের সময় কোনো রকম সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও অভিযোগ। এমনকি ওই শিশুরা গা ঘেঁষাঘেঁষি করে বসেছিল।