শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

উড়িষ্যায় বিমান বিধ্বস্ত হয়ে ২ ভারতীয় পাইলট নিহত

উড়িষ্যায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রাজ্যের বিরাসলা এয়ারস্ট্রিপে সোমবার এ দূর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড্ডয়ন শুরু করে। কিন্তু আকাশে ডানা মেলার অল্প পরেই এটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলেই নিহত হন দুইজন। এদের একজন প্রশিক্ষক পাইলট এবং অন্যজন ট্রেনি পাইলট।

তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে উড়িষ্যার পুলিশ সুপার অনুপমা জেমস বলেছেন, মনে হচ্ছে ওড়ার কিছুক্ষণ পর এতে কোনো ত্রুটি দেখা দেয়, যে কারণে এটি বিধ্বস্ত হয়।

উড়িষ্যার ১৯ টি এয়ারস্ট্রিপের মধ্যে অন্যতম হল বিরাসলা। সেখানে বাণিজ্যিক বিমানের পাইলটরা নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকেন।

ভারতে লকডাউনের কারণে এই এয়ারস্ট্রিপটি এতদিন বন্ধ ছিল। গত পহেলা জুন সেটি আবার চালু করার আটদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *