রাকেশ, ভুবনেশ্বর: উড়িষ্যায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় উড়িষ্যায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭৫১ জন। ফলে ওডিশায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪,২৩১। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৯ জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪২৮।
মঙ্গলবার সকালে উড়িষ্যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ২,৭৫১ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪,২৩১।
উড়িষ্যায় করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি কটক, গঞ্জাম, খুরদা, রায়াগড়, সম্বলপুর প্রভৃতি জেলায়। উড়িষ্যায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২৬,৮২৬ এবং করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৫৬,৯২৪ জন। বিগত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ৪২৮-এ পৌঁছেছে।