অরিন্দম ভট্টাচার্য, ওড়িশা: বৃহস্পতিবার সকালে কলকাতার বাঙ্গুর এলাকা থেকে ওড়িশা পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার বাঙ্গুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ।
অভিযুক্ত, নারায়ণ খুন্তিয়া হিসাবে চিহ্নিত, সম্ভবত পুরীর জগন্নাথ মন্দিরের একজন পুরোহিত।
তাকে আইপিসি এবং অস্ত্র আইনের ৩৮৬/৩৮৭/৫০৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। খুন্তিয়ার বিরুদ্ধে ওড়িশায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল।
সূত্রের তথ্যের ভিত্তিতে, ওড়িশা পুলিশ বিধাননগর পুলিশকে কলকাতার বাঙ্গুর এলাকায় নারায়ণের অবস্থান সম্পর্কে জানায়।
লেক টাউন থানার পুলিশ কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

