ওড়িশা নিউজ ডেস্ক: ওড়িশার কটকের ছাত্রবাজার এলাকায় ভূমিধসে একটি মর্মান্তিক ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং অন্য একজন আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, ভূমিধসের সময় তালাদান্দা খালে কাজ চলছিল।
খবরে বলা হয়েছে, যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন নির্মাণ কাজ চলছিল।
আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চলছে।