ওড়িশা নিউজ ডেস্ক: বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পশ্চিমবঙ্গের একাধিক বাসিন্দা। ওডিশার গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার মহিলা সহ মোট ছয়জন মারা গিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। মৃতদের সকলেই পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। দুর্ঘটনায় মৃতদের নাম সুপ্রিয়া দেঁড়ে (৩৩), সঞ্জিত পাত্র (৩৪), রীমা দেঁড়ে (২২), মৌসুমী দেঁড়ে (৪০), বর্ণালী মান্না (৩৪) ও এক রাঁধুনি।
জানা যাচ্ছে, সোমবার দুপুরে উদয়নারায়ণপুর থেকে বাসে করে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। কে জানত মৃত্যু যে এভাবে সামনে দাঁড়িয়ে! ভোর রাতে বাসটি ওডিশার ব্রহ্মপুর বা বেরহামপুরর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই বাসে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার গভীর রাতে বাসটি ব্রহ্মপুরের কাছে ছিল। সেই সময় আচমকাই ব্রেক ফেল করে বাসটি। আর খাদের ধারে থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে খাদে উল্টে যায় বাস। রাতের দিকে এই ঘটনা ঘটনায় ঘুমের মধ্যে ছিলেন অধিকাংশ যাত্রী। ফলে দুর্ঘটনার আঁচ পর্যন্ত তাঁরা পাননি। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৬ জনের। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার জেরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় ওডিশা সরকারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, “ওডিশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজ্যের ৬ জনের মৃত্যু হয়েছে। ওডিশার গঞ্জম থেকে ভাইজ্যাকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এই দুর্ঘটনার কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। রাজ্য সরকার ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের যাতে তাড়াতাড়ি রাজ্যে ফিরিয়ে নিয়ে আলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা দফতর ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সেখানে পৌঁছে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”