ওড়িশা নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভাঙলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
নবীন পট্টনায়ক র নামের সঙ্গে আরও একটি বড় অর্জন যুক্ত হয়েছে। শনিবার সিএম পট্টনায়েক ভারতের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হয়েছেন। পাঁচবার ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
নবীন পট্টনায়েক ৫ মার্চ ২০০০-এ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ও ২৩ বছর এবং ১৩৮ দিন এই পদে অধিষ্ঠিত হন নবীন।
নবীন পট্টনায়েক পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ফেলেছেন। জ্যোতি বসু ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন। জ্যোতি বসু ২১ জুন ১৯৭৭ থেকে ৫ নভেম্বর ২০০০ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখযোগ্য যে,রবিবার ২৩ জুলাই ছিল নবীনবাবুর কৃতিত্বের দিন। গত শনিবার, ২২ জুলাই, তিনি ছুঁয়ে ফেলেছেন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড।
সিপিএম নেতা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন ১৯৭৭-এর ২১শে জুন। জ্যোতিবাবু টানা ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রীর পদে থাকার পর বয়সের জন্যেই পদত্যাগ করেছিলেন ২০০০ সালের ৫ নভেম্বর তারিখে।
দীর্ঘতম মুখ্যমন্ত্রিত্বের তালিকায় জ্যোতি বসুর স্থান ছিল দ্বিতীয়। এবং প্রথম স্থান এখনও অবধি দখলে রেখেছেন সিকিমের ‘সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের’ নেতা পবন কুমার চামলিং।
তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ১৯৯৪-এর ১২ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৬ মে। সংখ্যাটা একটানা ২৪ বছর ১৬৬দিন। দ্বিতীয় স্থানে ছিলেন জ্যোতি বসু। এদিকে নবীন পট্টনায়ক দ্বিতীয় স্থান ছিনিয়ে নিলেন জ্যোতি বসুর কাছ থেকে।