ওড়িশা নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতীরা মন্দিরের রান্নাঘরের ৮০টিরও বেশি মাটির উনুন ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় পুরীর মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এই ঘটনার পরেই মন্জির কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি পর্যায়েও তদন্ত শুরু হয়েছে। জেলাশাসক সমর্থ ভার্মা মন্দির পরিদর্শন করেছেন। তিনি বলেছেন শনিবার রাতে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। মন্দির কর্তৃপক্ষ ছাড়াও মন্দিরের নিরাপত্তায় থাকা অতিরিক্ত এসপি তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন জেলাশাসক।
রান্নার উনুনগুলি ভেঙে দেওয়ার ফলে আনন্দবাজারে মহাপ্রসাদের রান্না এবং তা ভক্তদের কাছে পৌঁছনোর কাজ কিছুটা প্রভাবিত হবে বলেই মনে করেন জেলাশাসক। তবে তিনি বলেছেন, মন্দিরের আচার অনুষ্ঠানের ওপরে যাতে কোনও প্রভাব না পড়ে এবং মহাপ্রসাদের প্রস্তুতি যাতে স্বাভাবিক হয়, তার জন্য মন্দির প্রশাসন এবং সরকারি তরফে চেষ্টা চালানো হচ্ছে।