শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

উড়িষ্যা: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ মাওবাদী নিহত

উড়িষ্যা নিউজ ডেস্ক- ছত্তীসগড়ের বস্তার অঞ্চলের অবুঝমাড়ে এলাকায় আবার পুলিশের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়েছেন। সাত ঘণ্টার এই বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার নিহত হয়েছেন সাত জন মাওবাদী।

বৃহস্পতিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সাংবাদিক বৈঠক করে অবুঝমাঢড়ে পুলিশ এবং মাওবাদীদের সংঘর্ষের এই খবর জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সকাল ১০টায়ও এনকাউন্টার চলছে।

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের থেকে জানা গিয়েছিল অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছেন। তার পরেই বৃহস্পতিবার ভোরে ওই জঙ্গলে অভিযানে নেমেছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বস্তার পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ভোর ৩টা থেকে শুরু হয়েছে এনকাউন্টার।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সাত জন মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে গেরিলা বাহিনী (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র পোশাক ছিল।

চলতি বছরে অবুঝমাড়ে মাওবাদীদের ধরতে বেশ কয়েকটি অভিযান করেছে বাহিনী। এই ‘মাড় বাঁচাও অভিযান’-এ নিহত হয়েছেন প্রায় ১০০ জন মাওবাদী। গত অক্টোবরে একটি অভিযানে দক্ষিণ অবুঝমাড়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *