শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

উড়িষ্যা: ভুবনেশ্বরে নবীন সকাশে নীতীশ

উড়িষ্যা নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী ঐক্য মজবুত করতে বদ্ধপরিকর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। সেই লক্ষ্যে মঙ্গলবার ওডিশার রাজধানী ভুবনেশ্বরে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নীতীশ কুমার। যদিও, শোনা যাচ্ছে এদিন নীতীশ ও নবীনের মধ্যে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। পুরীতে বিহার ভবনের জন্য জমি দেওয়ার কথা জানিয়েছেন নবীন।

নবীন পট্টনায়েক বলেছেন, “জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি আনন্দিত যে নীতীশজি ভুবনেশ্বরে এসেছেন। যখন থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কাজ করেছি তখন থেকেই আমরা পুরনো বন্ধু এবং সহকর্মী। পুরীতে দেড় একর জমির জন্য আমাদের আলোচনা হয়েছে। ভগবান জগন্নাথের দর্শনে পুরীতে আসা পর্যটকদের জন্য বিহার ভবন নির্মাণের জন্য বিহার সরকারকে বিনামূল্যে জমি দেওয়া হবে।” পট্টনায়কের মতে, তিনি এবং নীতীশ উভয়ের মধ্যেই অনেক পুরনো বন্ধুত্ব রয়েছে এবং আজ কোনও জোট নিয়ে আলোচনা হয়নি তাঁদের মধ্যে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “বিজু বাবু এবং নবীন জির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। কোভিডের কারণে আমরা দেখা করতে পারিনি। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে এবং কোনও রাজনীতি নিয়ে আলোচনার প্রয়োজন নেই।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *