- ষষ্ঠবারের জন্য রাজ্য শাসনের ভার গ্রহণ করার মাস ছয়েকের মাথায় নবীনের হস্তগত হবে ভারতের দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও
ওড়িশা নিউজ ডেস্ক: লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট হবে ওড়িশায়। শনিবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের খানিক আগে বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক করেন নবীন। বৈঠক শেষে নবীন বলেন, এবারের ভোটে ওডিশার মানুষ ইতিহাস তৈরি করবে।
শনিবার নবীনের এই কথায় জল্পনা তৈরি হয়। কিছু পরেই অবশ্য বিষয়টি স্পষ্ট হয়ে যায় নবীন কোন ইতিহাসের কথা বলতে চেয়েছেন।
আসলে ওড়িশায় এবারও পালা বদলের সম্ভাবনা নেই। বিজু জনতা দল ফের দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ক্ষমতায় ফিরতে চলেছে। আর ষষ্ঠবারের জন্য রাজ্য শাসনের ভার গ্রহণ করার মাস ছয়েকের মাথায় নবীনের হস্তগত হবে দেশের দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও।
দীর্ঘদিন এই রেকর্ড ছিল বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দখলে। ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি টানা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।মাঝপথে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন তিনি। জ্যোতিবাবু মারা যাওয়ার পর দেশের সবচেয়ে ছোট রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী থাকাকালে এই রেকর্ড দখল করেন পবন কুমার চামলিং।
নবীন শুধু মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড করতে চলেছেন তাই নয়, সাম্প্রতিক একটি সমীক্ষায় তিনি দেশের সেরা মুখ্যমন্ত্রীর স্বীকৃতি পেয়েছেন।
২০০৪ থেকে ওড়িশায় লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভার ভোট হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তার উপর একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় ইতিমধ্যে বলা হয়েছে, দুই ভোটেই স্যুইপ করবে বিজু জনতা দল। অর্থাৎ রাজ্য আবার শঙ্খধনীতে মুখরিত হওয়া এখন সময়ের অপেক্ষা।