উড়িষ্যা নিউজ ডেস্ক: ১৩৯৬ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় শনিবার ওড়িশার ভুবনেশ্বরে বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। এই তল্লাশি অভিযানে কয়েক কোটি টাকার ১০টি বিলাসবহুল গাড়ি, তিনটি সুপারবাইক উদ্ধার হয়েছে।
ইডি সূত্রে খবর, এক কোটি টাকার বেশি মূল্যের গয়না উদ্ধার হয়েছে। এ ছাড়াও নগদ ১৩ লক্ষ টাকা, কয়েক কোটি সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে। শক্তিরঞ্জন দাস নামে এক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। এ ছাড়াও আরও কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল সম্পত্তির হদিস মিলেছে বলে ইডি সূত্রের খবর।
২০০২ সালে ওড়িশার একটি সংস্থার বিরুদ্ধে ১৩৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই প্রতারণা মামলায় তল্লাশি চালানোর সময় এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই প্রতারণা মামলায় শক্তিরঞ্জন দাসের কী কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে এই মামলায় ইডি ৩১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, যে সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার মামলা উঠেছে, সেই সংস্থাটি আরও কয়েকটি ভুয়ো সংস্থার নামে শক্তিরঞ্জন দাসের সংস্থার অ্যাকাউন্টে ৫৯ কোটি টাকা পাঠিয়েছিল। এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত তার হদিস পেতে চাইছে ইডি।