শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলো বিমান কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক: যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কর্তৃপক্ষের কাছে কান্নাকাটি করলেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই নায়িকা। ঋতুপর্ণার এ ঘটনা প্রকাশ্যে আসার পর টলিউড ইন্ডাস্ট্রিতে চর্চিত বিষয়ে পরিণত হয়। এ ঘটনার তিনদিন পর বিমান কর্তৃপক্ষ ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলেন।

বৃহস্পতির (৩১ মার্চ) বিমান সংস্থাটি ক্ষমা চেয়ে একটি টুইট করেছে। কৃতিকা নামে সংস্থাটির এক কর্মকর্তা বলেন—‘আপনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবে সফল হইনি। আপনার সুবিধামতো একটি সময় বলুন, আপনার যোগাযোগ করে কথা বলে নেব।’

গত ২৯ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে আমদাবাদে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার। সেখানে তার সিনেমার শুটিং চলছে। কিন্তু কয়েক মিনিট বিলম্ব হওয়ায় তৈরি হয় জটিলতা। কান্নাকাটি করে অনুরোধ করলেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

সে দিনের ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন—‘আমদাবাদের বিমান ধরার জন্য বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪টা ৫৫ মিনিটে। আমি পৌঁছাই ৫টা ১০ বা ১২ মিনিটের মধ্যে। আমাকে জানানো হয়, বোর্ডিংয়ের গেট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। আপনাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি নাম ঘোষণাও করেন কর্তৃপক্ষ। ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু আমার ফোনে কোনো কল আসেনি।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *