শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

এই বর্বরতার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে একদিন আমাদের প্রিয়জনরাই ভুক্তভোগী হবে: সাকিব

Bangladesh national cricket team captain Shakib Al Hasan (C) speaks with journalist in Dhaka on October 23, 2019. - The boycotting Bangladeshi players made new demands on October 23, including a share of the board's revenue as a crisis surrounding cricket in the country deepened. Supreme Court lawyer Mustafizur Rahman Khan read out a list of 13 demands on behalf of the Bangladeshi cricketers at a news conference, which also included a "feasible" wage for female players. (Photo by STR / AFP)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জের ধরে ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে সবাই। তাতে এবার যোগ দিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নারী ও শিশুর অধিকার নিশ্চিতে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

সাকিব তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই বর্বর মানুষেরা যেসব জঘন্য অন্যায় করছে তাতে তিনি আর চুপ করে থাকতে পারছেন না।

সাকিব তার স্ট্যাটাসে লিখেছেন- “চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।”

“এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।”

“একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।”

“আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *