পায়েল, কলকাতা: যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। করোনা আতঙ্কে কপালে ভাঁজ পড়ার জোগাড় শহরবাসীর। আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯০৭ জন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার সংখ্যাও। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৩৯৬ জন সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে।
স্বাস্থ্য দফতরের বুলেটিনের মাধ্যমে আরও জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩,৯০৭ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,০৯,২২১ জন। একদিনে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৪,৩৯৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩,৬৭,৮৫০ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৮৯.৮৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন।
নতুন করে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ৭,৩৫০ জন । এই মুহূর্তে বাংলায় কোভিড-১৯ সক্রিয় রয়েছে ৩৪,০২১ জনের শরীরে। রাজ্যে মোট ৪৯,৫৯,০৮৭ টি করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪,৩৪৬ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার।

