শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

একদিনে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত ২,৯৮৪; মৃত ৫৫ জন

পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই মৃতের হার নিয়ন্ত্রণেই রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৩,৩৯৪ জনের। 

নিজস্ব প্রতিবেদন: সুস্থতার হার স্বস্তি দিলেও রাজ্যে করোনার ত্রাস অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৮৪ জন।  এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৭১১,৬৮১। ৩ সেপ্টেম্বরের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪,০৩৯ জন।

পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই মৃতের হার নিয়ন্ত্রণেই রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৩,৩৯৪ জনের।  তবে সুস্থতার হার আশ্বস্ত করছে রাজ্যবাসীকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩,৩৩৫ জন। সরকারি তথ্য বলছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১,৪৪,২৪৮ জন। 

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও করোনা সংক্রমণের শীর্ষেই রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। তবে শেষ ২৪ ঘণ্টায় কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেশি।  

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *