বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও একজন মারা গিয়েছেন। এবং দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৯ হাজার ৩৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৭৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। করোনায় ধীরে ধীরে অনেকেই আক্রান্ত হচ্ছেন।
আর নতুন করোনা শনাক্ত নিয়ে এখনো পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫. ৪২ শতাংশে পৌঁছেছে।
আবার করোনা সারিয়ে সুস্থ হচ্ছেন অনেকেই। গত ২৪ ঘণ্টায় মোট ৪১১ জন, ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে,দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে ও ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

