এদিন সকালে কিছুটা বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস): আসানসোল ২১.৬ বালুরঘাট ১৮.৮ বাঁকুড়া ২৩.৪ ব্যারাকপুর ২০.২ বহরমপুর ২০ বর্ধমান ২৪ ক্যানিং ২২.৬ কোচবিহার ১৯.৬ দার্জিলিং ১০.২ দিঘা ২৪ কলকাতা ২৪.১ মালদহ ২৩.৯ পানাগড় ১৮.৮ পুরুলিয়া ২১.১ শিলিগুড়ি ১৮.৯ শ্রীনিকেতন ২০