এক ক্লিকেই সমাধান। বিনা কসরতে বাড়ি বসেই যেকোনো কাজ হয়ে যায়। কিন্তু এই করতে করতে ফোনে ভর্তি হয়ে গেছে গাদা-গুচ্ছের অ্যাপ্লিকেশন। যার মধ্যে অধিকাংশ অ্যাপ কোনো বিশেষ সময় হলেই ব্যবহৃত হয়। তবে এতো অ্যাপ্লিকেশন থাকার ফলে স্টোরেজ যেমন কমে আসছে তেমনই হ্যাং হতে শুরু করছে ফোন। তাহলে উপায়? চিন্তা নেই, সম্প্রতি দারুণ কাজের একটি অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে গুগল প্লে স্টোরে।
যেখানে একটা, দুটো নয়, ৫০০ এরও বেশি ওয়েব অ্যাপ্লিকেশন সেভ করে রাখা যাবে। এই অ্যাপ্লিকেশনটির নাম iTiny। গুগল প্লে স্টোরে এটি উপলব্ধ রয়েছে।
এটা সত্যি বর্তমানে কেউ আর দোকানে, দপ্তরে ছোটাছুটি করে কাজ মেটাতে চায়না। সে বাড়ির ইলেকট্রিক বিল হোক কী রিচার্জ কিংবা অনলাইন খাবার ডেলিভারি। সবই হতে হবে মিনিটের মধ্যে বাড়ি বসে।
এই iTiny অ্যাপে ফেসবুক ইউটিউব, হোয়াটসঅ্যাপ এমনকি পেটিএম, ফোনপে, গুগল পে ইত্যাদি সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশন সেভ করে রাখা যাবে। আলাদা করে আর ডাউনলোড করার দরকার পড়বে না। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্যও রয়েছে একাধিক সুবিধা। এর পাশাপাশি নতুন করে যেকোনো অ্যাপ্লিকেশন নামানোও যাবে। এর জন্য অ্যাপের অ্যাড অপশনে গিয়ে সেই অ্যাপ্লিকেশনের URL, নাম অ্যাড করলেই সেভ হয়ে যাবে।
নিয়মিত আপডেট থাকার জন্য রিয়েল টাইম নিউজের সুবিধা রয়েছে iTiny অ্যাপে। ইন্টারনেটে ব্যাংকিং, অনলাইন শপিং করার আগ্রহ থাকলে সেটাও খুব সহজে মিটিয়ে নেওয়া যাবে।
কীভাবে ডাউনলোড করতে হবে এই অ্যাপ?
খুব সহজ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন iTiny। উল্লেখ্য, এটি কোনো সুপারিশ নয়। ডাউনলোড করার আগে অ্যাপের রিভিউ দেখে তবেই ডাউনলোড করুন।