পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: এগরাকাণ্ডেও সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
দীর্ঘদিন ধরেই বিএসএফ-কে বিভিন্নভাবে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেখাদেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের কিছু নেতানেত্রী সুযোগ পেলেই বিএসএফ-এর কড়া সমালোচনা করছেন। অনেকেই অভিযোগ করছেন, সীমান্তের নজরদারদের বিরুদ্ধে এরকম লাগাতার প্রচারে স্থানীয় চোরাচালানিদের হাত শক্ত হচ্ছে। সীমান্ত-সংলগ্ন বাসিন্দাদের একাংশ এই দুষ্কৃতীদের সহায়তা করে। এই স্থানীয় বাসিন্দারাও রাজ্যের শাসক দলের সঙ্গবদ্ধ প্রচারে বাড়তি মদত পাচ্ছে।
মঙ্গলবার মমতা অভিযোগ করেন, ওই বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওড়িশার পাশাপাশি বাংলাদেশেও বাজি পাচার করত। এখানেই বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা। ব্যাঙ্গাত্মক সুরে তিনি বলছেন, “সীমান্তে কারা পাহারা দেয় আপনারা তো জানেনই।”





