কমিউনিটি ডেস্ক নিউজ: শেরপুর জেলার বিশিষ্ট আইনজীবি, জেলা বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী, ‘জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক’ ও ‘শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপ’ এর ২০২১-২০২৪ সেশনের বাংলাদেশস্থ অপারেশন আহবায়ক কমিটির সন্মানিত সদস্য সচিব এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান তৌহিদ আজ ৩১শে জানুয়ারি সোমবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাবা নূরুন্নাহার খানম শেফালি ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজ মাঠে প্রথম ও বাদ জোহর সদর উপজেলার চরশেরপুর সাতানিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান তৌহিদের অকাল মৃত্যুর খবর শোনে শেরপুর ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউরোপের নেতৃবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান তৌহিদ রাজনীতি ও আইন পেশার পাশাপাশি নানা সমাজ সেবা ও জনকল্যাণমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। বিশেষ করে শেরপুর সদর থানায় তিনি স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় এবং গরীব অসহায় ছাত্রদের বৃত্তি প্রদানসহ জেলার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে শেরপুর জেলাবাসীর অপূণীয় ক্ষতি হলো। আমরা আমাদের সকল কর্মকান্ডে তাকে সব সময় মিস করবো। নেতৃবৃন্দ বলেন, এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান তৌহিদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা গভীর শোকাহত, মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহপাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
উল্লেখ্য, ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে এসেছিলেন। আজ হঠাৎ তার মৃত্যুর সংবাদ শেরপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনসহ জেলায় কর্মরত আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জেলার আইনজীবিগণ তার সন্মানার্থে আজ কর্মবিরতি পালন করেন। এদিকে তার মৃত্যেু সংবাদে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক এমপি রফিকুল বারী চৌধুরী, সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও অন্যান্য রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।