ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান সুনামগঞ্জের বদলে তুরস্ক হয়ে গেছে জেলার কয়েকজন বাসিন্দাদের। এ নিয়ে দীর্ঘ দিন থেকে তারা রয়েছেন বিপাকে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, তুরস্ক হয়ে যাওয়ার বিষয়টি সার্ভারজনিত সমস্যা হয়েছিলো৷ এটি নির্বাচন অফিসের আমাদের যে ডাটা এন্ট্রির জায়গা ছিল, সেখানে সার্ভারজনিত সমস্যা হওয়ার কারণে অনেকের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে জন্মস্থান তুরস্ক দেখতে পেয়েছেন। এটি ওখানের সার্ভারের সমস্যা হয়েছিল আমরা আজ এটি ঠিক করে দিয়েছি। তিনি আরও বলেন, আজকে সকাল থেকে এমন ভুল আর হচ্ছে না, বিষয়টি আমাদের নজরে আসা পর দ্রুত বিষয়টি সমাধান করা হয়েছে। এর আগে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার জাকুয়ান আহমদ প্রাপ্তবয়স্ক হয়ে সম্প্রতি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। সেটি হাতে পেয়ে উল্টে দেখেন, দেশের নাম লেখা তুরস্ক। তিনি জানান, এখন এই ভুল তথ্যের কারণে তার কোনো কাজ হচ্ছে না। জাকুয়ানের বাড়ি সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে। জাতীয় পরিচয়পত্রে দেশের নাম তুরস্ক দেখে তিনি সোমবার সেটি নিয়ে জেলা নির্বাচন অফিসে যান। তিনি বলেন বলেন, আমার ভোটার আইডি কার্ডে সব কিছু ঠিকঠাক আছে। জন্মস্থানে কেবল তুরস্ক লেখা। এতে আমি নানা বিড়ম্বনায় পড়েছি। এ সময় এই জেলার আরও চার জন জানিয়েছেন, তারাও দেশ তুরস্ক লেখা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। নিজ নিজ এনআইডি কার্ডের ছবি তারা দিয়েছেন।
জন্ম মৌলভীবাজারে, এনআইডিতে ভেনিজুয়েলা!
দেশে ২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হয়। তার পর থেকে নানা ধরনের ভুল নতুন কিছু নয়। যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে ১০ বছর কম হয়ে গেছে, মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম, এমন নজিরও রয়েছে। এ ছাড়া নামের বানান ভুল একটি অহরহ ঘটনা। এসব নিয়ে খবরও হয়েছে এর আগেও। তবে এবার যে ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, তা একেবারেই নতুন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্মস্থান দেখানো হয়েছে ভেনিজুয়েলায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত এনআইডি কার্ড সংশোধনকারী। এনআইডি কার্ড সংশোধন শিগগিরই হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। বড়লেখা পৌর শহরের ভুক্তভোগী শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করব বুঝতে পারছি না। ’ নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসে। এরপর অনেক দিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে গত ৩০ জুলাই দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনি ভেনিজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। তবে কী কারণে তথ্যবিভ্রাট হচ্ছে, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। ’ মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘মৌলভীবাজার শহরে আমি এ পর্যন্ত যে কয়জন ভুক্তভোগী পেয়েছি, যাদের এনআইডি কার্ডে ভেনিজুয়েলা লেখা। সার্ভার সমস্যা থেকে এটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘বড়লেখা উপজেলায়ও একই অবস্থা। কী পরিমাণ এনআইডি কার্ডে ভুল রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ ধরনের পরিসংখ্যান নেই। কী পরিমাণ প্রিন্ট হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। ’

