শিরোনাম
মঙ্গল. ডিসে ৯, ২০২৫

এনইউবি‘র ভিসির সাথে লন্ডনে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নটরডেম ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনইউবি) এর ভিসির লন্ডনে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে গত ৫ ডিসেম্বর শুক্রবার। লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে একটি হলে ওই মত বিনিময়ের আয়োজন করা হয়।


নটরডেমিয়ান , ইউকে নামে একটি সংগঠন নটরডেম ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্জ ড. চার্লি গর্ডনের সাথে মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময়ে প্রধান অতিথি ড. চার্লি লন্ডনে নটরডেমের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মিলিত হতে পেরে উচ্ছাস প্রকাশ করেন। আমেরিকার নাগরিক ড. চার্লি তার উন্নত ক্যারিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির দায়িত্ব গ্রহণ করতে পেরে খুবই সৌভাগ্যবান মনে করছেন এবং সম্ভব হলে তিনি তার বাকি জীবনটুকু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে আশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. চার্লি বলেন, বাংলাদেশে টেকসই শিক্ষার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেমন দরকার ঠিক তেমনি শিক্ষা খাতে অধিক বাজেট ও উন্নত শিক্ষা ক্যারিকুলামের গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রাক্তন ছাত্রদেরকে নটরডেম ইউনিভার্সিটির শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।


মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র ব্যারিষ্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুব, শেখ আব্দুর রহমান, মাহবুব আলী খানশূর, ফাহাদ, সায়েম , সাইফ , নাহিয়ানসহ আরো অনেকে। প্রত্যেকেই নটরকলেজের সুন্দর স্মৃতিচারণ করেন ও নটরডেম ইউনিভার্সিটির উন্নয়নে ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন।
ব্যারিষ্টার মাহবুব তার বক্তব্যে বলেন, নটরডেম ইউনিভার্সিটির মানোন্নয়ন ও বিদেশী এক্সপার্টিজ, বিশেষকরে উন্নতবিশ্বের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে কর্মরত নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র যারা রয়েছেন, তাদের অভিজ্ঞতা দেশের শিক্ষার মানোন্নয়নের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন।


শেখ আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, নটরডেমিয়ান, ইউ ও ইউরোপ নামে আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই যেটি নটরডেমিয়ানদের নানাভাবে সহায়তা করতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতা, ব্যতিক্রমী ও উদ্ভাবনী ধারনা দিয়ে বর্তমান শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারি। প্রাক্তন নটরডেমিয়ানদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বর্তমান নটরডেমিয়ানরা তাদের জীবন গড়ায় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আর এইভাবে একটি জ্ঞাননির্ভর ও সমৃদ্ধ জাতি গঠনে নটরডেমিয়ানরা অবদান রাখতে পারে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *