শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

এন সি হিলস্ নয়, নতুন নামকরণ ডিমা হাসাও স্বশাসিত পরিষদ!

পঙ্কজকুমার দেব, হাফলং: উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নামকরণ বদল ইস্যুতে সদনে আলোচনা হয় এবং ‘ উত্তর কাছাড় স্বশাসিত পরিষদ ‘ নাম বদল করে ডিমা হাসাও স্বশাসিত পরিষদ নতুন নামাকরণ গৃহীত হয়।

চলতি বছরের ২৬ এপ্রিল থেকে সামগ্রিক ক্ষেত্রে ডিমা হাসাও স্বশাসিত পরিষদ নাম ব্যবহৃত হবে। উল্লেখ্য, ৩০ সদস্যের পার্বত্য পরিষদে এক বিরোধী বাদ দিয়ে অবশিষ্ট ২৯ সদস্যের। তাই সহজেই এই প্রস্তাব পাস হয়ে যায়।

বৃহস্পতিবার পার্বত্য স্বশাসিত পরিষদের জলসেঁচ বিভাগের কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ দাওলাগুপু পরিষদের বাজেট অধিবেশনে উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের নাম পরিবর্তন করে ডিমা হাসাও স্বশাসিত পরিষদ নামকরণ করার প্রস্তাব রাখেন।

প্রসঙ্গত, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের ধারা (এফএফ) বিধানের অধীনে জারি করা সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১০ সালে উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদল করে ডিমা হাসাও নামে নামকরণ করা হয়েছিল। তিনি আরও বিষয় উপস্থাপন করেন এবং বলেন যে ষষ্ঠ তফসিলের অনুচ্ছেদ ২(৩) এর বিধানমতে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জেলা পরিষদের নামকরণ জেলার নাম অনুসারে হয়।

এক্ষেত্রে যেহেতু জেলার নাম ডিমা হাসাও তাই স্বশাসিত পরিষদের নামকরণ তাই হবে। যা সামগ্রিক ভাবে এক প্রাসঙ্গিক বিষয়। অবশ্যে বিষয়টি সদনের ৩০ সদস্যের মধ্যে সবাই প্রস্তাবের পক্ষে থাকায় চেয়ারপার্সন রাণু লাংথাসা সরকারের অনুমোদনের প্রত্যাশায় তা পাস করেন। জানাগেছে খুব শীঘ্রই পরিষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *