শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

এবার আধিপত্যবাদী শ্বেতাঙ্গদের ২০০ অ্যাকাউন্ট মুছে ফেলল ফেসবুক


মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশটির বিভিন্ন শহর। প্রতিবাদের ঝড় বিশ্বব্যাপী। এবার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর সাথে সম্পৃক্ত প্রায় ২০০ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (সামাজিক যোগাযোগ মাধ্যম) মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

অ্যাকাউন্টগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অস্ত্রসহ অংশ নিতে সদস্যদেরকে উৎসাহিত করতে পরিকল্পনা করা হয়েছিল। শুক্রবার সংস্থাটির (ফেসবুক) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের (মুছে ফেলা) অ্যাকাউন্টগুলো সঙ্গে প্রাউড বয়েজ এবং আমেরিকান গার্ড নামের গোষ্ঠীর সংযুক্তি ছিল। এই দুটি ঘৃণ্য গোষ্ঠীকে ইতিমধ্যে (ফেসবুক) প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভ ইস্যুকে কেন্দ্র করে অ্যাকাউন্টগুলোতে পোস্ট দেয়া হয়েছিল। পোস্টগুলো সরানোর প্রস্তুতি হিসাবে অ্যাকাউন্টগুলি ইতোমধ্যে পর্যবেক্ষণ করেছেন ফেসবুকের কর্মকর্তারা।

সন্ত্রাসবিরোধী ও বিপজ্জনক সংগঠন নীতি বিষয়ক ফেসবুকের পরিচালক ব্রায়ান ফিসম্যান বলেন, আমরা দেখেছি যে, সমর্থক এবং সদস্যদের বিক্ষোভে অংশ নিতে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছিল এই গোষ্ঠীগুলি। কিছু ক্ষেত্রে অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা। সূত্র : গালফ টুডের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *