আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে একের পর এক দেশ সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাস। দেশটি গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এছাড়া দেশটি তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে আসার কথা জানিয়েছে। খবর আরব নিউজ
হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো এনরিকো রেইনা এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো দ্রুতই ইসরায়েল সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। গাজায় ইসরায়েল ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করার কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাসে বামপন্থি সরকার ক্ষমতায় থেকেও গাজায় ইসরায়েলি হামলার বিরোধীতা করে।
ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এরপর ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জর্ডানও। এভাবে একে একে চিলি, কলম্বিয়া ও বাহরাইন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হন্ডুরাস।

