বিনোদন ডেস্ক: করোনা সংকট কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরছেন মানুষ। কর্মব্যস্ততা বেড়েছে সব ক্ষেত্রে। এরই মাঝে জেঁকে বসেছে শীত। আবারও কনসার্টে ব্যস্ত হচ্ছেন সংগীতশিল্পীরা।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা রক ফেস্ট’। গত ২৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে বসেছিল এই আসর। ১৫টি ব্যান্ড নিয়ে দ্বিতীয়বারের মতো হয়েছে এই উত্সব।
এই আসরের অন্যতম ব্যান্ড ছিল ব্রহ্মপুত্র বাংলাদেশ। রক ফেস্টের মঞ্চ মাতানোর পর এবার এককভাবে সংস্কৃতি কেন্দ্রের মঞ্চ মাতাবে দলটি। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পরীবাগে অবস্থিত সংস্কৃতি কেন্দ্রে সন্ধ্যা ৭টায় ব্যান্ড মিউজিক এডমায়ারস প্রেজেন্টস, ফস্ট টিউন প্রথম আনপ্লাগে প্রধান ব্যান্ড হিসেবে মঞ্চে গান পরিবেশন করবে দলটি।