শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

এলপিএলের নিলামে উঠবে ২৪ বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক: আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠবে ৩৫৫ জন ক্রিকেটার, যেখানে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ২৪ ক্রিকেটার। এবারই প্রথমবারের মতো এলপিএলে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ জুন কলম্বোর সাং-রিলা হোটেলে অনুষ্ঠিত হবে এই নিলাম।

শ্রীলঙ্কার ২০২ জন ক্রিকেটার নিলামে উঠবে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার আছেন ১০ জন ক্রিকেটার।

বাংলাদেশ থেকে তামিম ছাড়াও নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে ক্রিস লিন, এভিন লুইস, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, টিম সেইফার্ট, রাসি ভ্যান ড্যার ডুসেন, শোয়েব মালিক, সিকান্দার রাজা, ইশ সোধি।

এর আগে, সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স দলে ভেড়ায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *