শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

এশিয়ার অন্যতম শীর্ষ তরুণ বিপননকারীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি ওসামা

২০১৬ সালে তিনি ফোবর্সের ৩০ বছরের কম বয়সী শীর্ষ তরুণ সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন। আর তরুণ বিপননকারীর এই তালিকাটি বানিয়েছে এশিয়া মার্কেটিং ফেডারেশন-এএসএফ। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

ওসামা বিন নূরের তৈরি ওয়েবসাইট ইয়ুথহপ ডট কম সারা বিশ্বের তরুণদের জন্য একটি কার্যকর শিক্ষা প্লাটফর্ম বলে বিবেচিত হয়। এটি একেবারেই বিনামূল্যে সেবা প্রদান করে। ২০১২ সাল থেকে তিনি কাজ করছেন।

এ বছর ৪র্থবারের মতো দেয়া হচ্ছে তরুণদের এই সম্মানজনক পুরস্কার। এর আগে ওসামা বিবিবিসর কমনওয়েলথ ডে পুরস্কারও অর্জন করেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *