শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে ‘র নির্বাহী পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

জয়নুল আবেদীন: গত ১৪ অক্টোবর বুধবার রাত ৯.০০ ঘটিকার সময় এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র নির্বাহী পরিষদের মাসিক সভা ডিজিটাল প্লাটফর্ম জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

পরিষদের চেয়ারপার্সন মওলানা আবুল হাসনাত চৌধুরির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সালেহ আহমদ ভূঁইয়ার পরিচালনায় উক্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মওলানা শেখ মনোয়ার হোসেন।

সভায় বর্তমান করোনাকালীন সময়ে সংগঠনের কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা করা হয় এবং আগামী দুই বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় অংশ নেন মাওলানা কাজী নাসির উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুল খালিক সাহেদ আহমদ, মাওলানা জাবির আহমদ, মাওলানা আব্দুল্লা আল মামুন এবং মোঃ আব্দুল্লাহ।

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে ‘র নির্বাহী পরিষদ সম্প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট এম সি কলেজ সহ সারা বাংলাদেশে সরকার দলীয় গুন্ডা বাহিনী কর্তৃক নারীদের সম্মানহানি, ধর্ষণ এবং পুলিশ কর্তৃক নিরপরাধ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

সভাশেষে সম্প্রতি বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা শাহ আহমদ সফি, মাওলানা খলিলুর রহমান বরুণীসহ যে আলীম উলামা ইন্তেকাল করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *