গত মে মাসে এসেছিল যশ। এবার গুলাব। চার মাসের ব্যবধানে ওডিশায় আবারও ঝাঁপিয়ে পড়ছে সাইক্লোন। ভারতীয় হাওয়া অফিস (আইএমডি) জানিয়েছে, রবিবার মধ্যরাতেই ল্যান্ডফল হবে গুলাবের। ওডিশার গোপালপুর আর অন্ধ্রের কলিঙ্গপত্তনমের মাঝে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় গতি থাকবে ৯৫ কিলোমিটার। সাইক্লোনের নামকরণ করেছে পাকিস্তান। সেই গুলাব এখন গোপালপুর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কলিঙ্গপত্তনম থেকে ২৪০ কিলোমিটার পূর্বে রয়েছে। আইএমডি বলছে, এখন তার গতিবেগ ১৮ কিলোমিটার। ল্যান্ডফলের সময়েই সাইক্লোনের গতিবেগ সবথেকে বেশি হয়।
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগে থেকেই তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তাদের ১৩টি দল ওডিশা উপকূলে মোতায়েন রয়েছে। অন্ধ্রে মোতায়েন রয়েছে পাঁচটি দল। জানিয়েছেন বাহিনীর ডিরেক্টর সত্যানন্দ প্রধান। পূর্ব উপকূলে সাময়িকভাবে ট্রেন বন্ধ রাখা হয়েছে। নয়তো গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ওডিশার দক্ষিণে সাতটি জেলায় লোকজনকে উপকূল থেকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। বিশেষত গঞ্জাম আর গজপতি জেলায়। ওই দুই জেলাতেই ঝড়ের প্রকোপ সবথেকে বেশি হবে। শুধু গঞ্জামেই উদ্ধারকারীদের ১৩টি দল মোতায়েন করা হয়েছে। ২০১৮ সালে ওডিশায় আছড়ে পড়েছিল ‘তিতলি’। এই গুলাবের ধরন, প্রকৃতি সেই তিতলির মতোই হবে বলে মতে বিশেষজ্ঞদের। যশের মতো অতটা শক্তিশালীও হবে না।