কমিউনিটি নিউজ ডেস্ক: ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।
বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা নাজমুল ইসলাম এর আগে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।