বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে কানাডা ট্যুর। আয়োজক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্টের ঘোষণা অনুযায়ী, আজ ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত কানাডার ১০টি বড় শহরে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই কনসার্ট সিরিজ ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’।
এ আয়োজন ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি দর্শক ও সংগীতপ্রেমীরা। আয়োজকরা জানিয়েছেন, ব্যান্ডটির জনপ্রিয় গানগুলো দিয়ে সাজানো প্রতিটি শো কানাডার বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকদের মুগ্ধ করবে।
এমএনসি এন্টারটেইনমেন্ট চলতি বছর আরও একটি বড় আয়োজনে হাত দিয়েছে—২৬ সেপ্টেম্বর টরন্টোয় হতে যাচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন টরন্টো’। এটি হতে যাচ্ছে কানাডায় অনুষ্ঠিত সর্ববৃহৎ বাংলা রক কনসার্ট।
এমএনসির দুই কর্ণধার মোস্তাফিজুর রহমান ও আনসার রহমান জানিয়েছেন, “কানাডায় বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা গানের আবেদন বাড়াতে এবং বাংলাদেশি মিউজিশিয়ানদের জন্য আন্তর্জাতিক মঞ্চ উন্মুক্ত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার এবং দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, “ওয়ারফেজ ৪০ বছর পূর্ণ করল—ভাবতেই এক অন্যরকম ভালোলাগায় মন ভরে যায়। জনপ্রিয়তা ধরে রেখে এত দীর্ঘ পথ চলা মোটেও সহজ ছিল না। ব্যান্ড সংগীতকে প্রতিষ্ঠা করতে আমাদের সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ে শ্রোতারা ধীরে ধীরে ব্যান্ডসংগীত গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “ওয়ারফেজ হলো হাতে গোনা কয়েকটি ব্যান্ডের একটি, যারা ৪০ বছরের পথচলা ধরে রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ আমাদের শ্রোতা, ভক্ত, সাবেক ও বর্তমান সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি, যাঁদের ভালোবাসা ও সহায়তা আমাদের অনুপ্রেরণা দিয়েছে।”
এই আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে স্পনসরশিপ ও প্রচারণার দায়িত্বে রয়েছে কুল এক্সপোজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরশাদুল হক টংকু বলেন, “আমরা এমএনসির সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। যারা এই আয়োজনে স্পনসর বা পার্টনার হবেন, তারা অসাধারণ ব্র্যান্ড এক্সপোজারের সুযোগ পাবেন।”