শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ওয়াশিংটনে বাংলাদেশিদের ৩৫ তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি

রায়হান হাফিজ, ওয়াশিংটন: উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য মিলনমেলা ‘ফোবানা সম্মেলন’ আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোভিড পরবর্তী ৩৫ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬-২৮ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে।

এবারের সম্মেলনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে – ‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার আয়োজনে প্রতিবারের মতো এবারও ফোবানার আসর সাজানো হচ্ছে নানা রকম বৈচিত্র্যে। ফোবানার উৎসব কমিটি জানিয়েছে, আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবার্ষিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তি উদযাপনসহ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে। , সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, সেমিনার, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সবুজ জমিনে লাল বৃত্ত, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ থাকবে নানামুখী আয়োজন। পাশাপাশি ফোবানা সম্মেলনের ঐতিহ্য অনুযায়ী এবারও থাকছে বেশ কিছু নতুন ইভেন্ট।

তিন দিনব্যাপী সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসাহ-উদ্দীপনা। কারণ, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে গতবছরের ৩৪তম ফোবানা সম্মেলন হয়েছে ভার্চুয়ালে।

এ প্রসঙ্গে ফোবানার নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী বলেন, করোনা ভীতির মধ্যে অনেকেই স্বাচ্ছন্দে চলাফেরায় মনোনিবেশ করিনি। করোনার হুমকি নিয়ন্ত্রণে আসায় আমরা ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের একই পরিবারের সদস্য ভাবি। এই বিশাল পরিবারের মিলনমেলা গতবছর ভার্চুয়ালি হওয়ায় আমাদের তৃপ্তি মিটেনি। তাই আসন্ন সম্মেলনকে এযাবতকালের সেরা আয়োজন করে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *