টেলিভিশন পর্দায় দেশীয় নাটক দেখা দর্শকের সংখ্যা অনেক আগেই কমে গেছে। বেশির ভাগ দর্শক ইউটিউব নির্ভর হয়ে পড়েছেন। তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে আজকাল নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ প্রকাশের প্রচলন শুরু হয়েছে। অবশ্য আন্তর্জাতিক মান বজায় রাখার নামে ওয়েব সিরিজে অশ্লীলতা ছড়িয়ে দেয়ার অভিযোগও কম নয়। অতি সাম্প্রতিক এ ধরনের ওয়েব সিরিজে গা ভাসিয়েছেন প্রথম সারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। যাদের টিভি পর্দায় বরাবরই মার্জিতভাবেই দেখে আসছেন দর্শক। এ নিয়ে গত কয়েক দিন ধরেই শোবিজে সমালোচনার ঝড় বইছে। বিতর্ক আরো তীব্র হয় যখন সেই অনলাইন প্ল্যাটফরম থেকে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এই সিরিজগুলোর পর্ব।
গত ২৭শে মে অনলাইন প্ল্যাটফরম বিংসে এবং তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় শিহাব শাহিনের পরিচালনায় ‘আগস্ট ১৪’। গল্পটি থেকে অনেকটা পরিষ্কার যে ২০১৩ সালে মেয়ের হাতে খুন হওয়া পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশীর ঘটনাটি। চারদিকে হইচই ফেলে দেয়া সেই ঘটনা নিয়েই নির্মাণ হয়েছে সিরিজটি। এতে তুশি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। সেখানে দেখা যায়, বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক, বাসায় একা নীল ছবি দেখার মুহূর্তসহ নানা দৃশ্য। থ্রিলারের শুরুতেই বলে নেয়া হয়, এটি ১৮ বছরের কম বয়সী দর্শকের জন্য নয়। তবে সাম্প্রতিক সময়েই একই প্ল্যাটফরমে মুক্তি পাওয়া ওয়াহিদ তারেকের ‘বুমেরাং’ নিয়ে বিতর্ক হচ্ছে সব থেকে বেশি। এই সিরিজটিতে দেখা যায় যৌনতার ছড়াছড়ি। আদনান ফারুক হিল্লোল, নাজিয়া হক অর্ষার মতো টিভি তারকাদের এসব দৃশ্যে অংশ নিতে দেখা গেছে। স্বামী-স্ত্রীর সম্পর্কের বাইরে পরকীয়ার সম্পর্কে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে। একই নির্মাতার আরেকটি যৌনতায় ভরপুর পর্বে দেখা গেছে মৌটুসী বিশ্বাস, শ্যামল মাওলা ও ইমিকে। অন্যদিকে ‘সদরঘাটের টাইগার’ নামে সুমন আনোয়ার পরিচালিত আরেকটি ওয়েব সিরিজও প্রকাশ হয়েছে সম্প্রতি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলা। তার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ। গল্পে দেখা যায়, সদরঘাটের শ্রমিক টাইগার। সে পতিতা লাইলীকে ভালোবাসে। তাদের মধ্যে প্রেম হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই ওয়েব সিরিজের অধিকাংশ সংলাপে একাধিকবার অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু শব্দগুলো মুছে দেয়া হয়নি। যদিও সমালোচনার মুখে সেই ইউটিউব চ্যানেল থেকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বেশ কিছু কনটেন্ট। এসব নিয়ে কথা হয় ‘বুমেরাং’ এ অভিনয় করা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, বিংস একটা প্ল্যাটফরম যারা কিছু ভালো কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা সফলও হয়েছে। আমার মনে হয় দর্শক যারা নিয়মিত দেখেন তাদের কাছে এটা ইতিবাচক। আর আমার কথা যদি বলি, একটা দৃশ্যের প্রয়োজন ছিল তাই করেছি। এটা নেগেটিভলি দেখলে নেগেটিভ। আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে সাবলীল অভিনয়টা করে গেছি। বিষয়টি নিয়ে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি আমার কাজটা করেছি। এটা শুধু চরিত্রের প্রয়োজনে করা। দর্শকের প্রতিক্রিয়া থাকতেই পারে। আমি প্রফেশনাল জায়গা থেকে ইতিবাচক হিসেবে নিয়ে কাজটি করেছি। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও নির্মাতা এস এ হক অলীক তার এক ফেসবুকে পোস্টে লেখেন, আধুনিক হওয়া ভালো কিন্তু এমন আধুনিক হওয়া উচিত নয়। যে আধুনিকতা নিজের পরিবারকে লজ্জার মধ্যে ফেলে। সাহস দেখানো ভালো কিন্তু এমন সাহস দেখানো উচিত নয়, যে সাহস দেখানোর জন্য অতীতের সকল ভালো কাজ ঢাকা পড়ে যায়। স্বাধীনতা ভালো, কিন্তু এমন স্বাধীনতা ভালো নয়, যে স্বাধীনতা নিজেকে প্রশ্নবিদ্ধ করে। একজন লেখক, একজন পরিচালক এবং একজন অভিনয় শিল্পীর আরো বেশি সচেতন হওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম মানবজমিনকে বলেন, আমি ওয়েব সিরিজগুলোর বিষয়ে জেনেছি। এটাকে ভালোভাবে দেখছি না। আমরা খুবই মর্মাহত। আমাদের দেশে এখনো ওপেন কোনো কিছু আসেনি। আমাদের কালচার সেভাবে গড়ে ওঠেনি। পরিমিতিবোধ থাকতে হবে। যা এই ভিডিও কন্টেন্টগুলোতে নেই। আমরা সবাই বিব্রত। দুই একদিনের মধ্যে আমরা চিঠি দেবো তথ্য মন্ত্রণালয়ে। ইউটিউবে কন্টেন্ট প্রকাশের ক্ষেত্রে কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ে নীতিমালা থাকতে হবে।

