শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

করোনাকালে ‘ট্রমায় ভুগছেন’ ব্রিটেনের বাংলাদেশিরা!


ব্রিটেনে শ্বেতাঙ্গদের চেয়ে দ্বিগুণ হারে বাংলাদেশিদের মৃত্যু হচ্ছে এমন খবরে মানসিকভাবে ভেঙে পড়ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। পুরো কমিউনিটি ভুগছে ট্রমায়! আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশিদের এই দুর্দশার চিত্র উঠে এসেছে।

চলতি মাসে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়, সেখানে বাংলাদেশিদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ দেখা যায়।

সাইদুল হক সায়েদ নামের একজন প্রবাসীর অভিযোগ, ‘কয়েক দশকের অসমতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রয়োজনীয়তা উপেক্ষা করার কারণে প্রাণঘাতী এই রোগ ছড়িয়ে পড়েছে।’

ব্রিটিশ সরকার এই পরিণতির জন্য বাংলাদেশিদের জীবনযাপনের ধরণকে দায়ী করছে। বলা হচ্ছে, একসঙ্গে অনেক মানুষ বসবাসের কারণে তাদের বেশি ভুগতে হচ্ছে।

কিন্তু ৪১ বছর বয়সী সাইদুল সেটি মানতে নারাজ। গার্ডিয়ানকে তিনি বলেন, ‘এটা কোনো ইস্যু নয়। এ কথা বলা মানে কাঠামোগত বর্ণবাদের আরেক রূপ। হেলথ কমিশনাররা বছরের পর বছর আমাদের সমস্যাগুলো এড়িয়ে গেছেন। এখন এটি বলে তারা নিজেদের দায় এড়াচ্ছেন।’

বশির আহমেদ নামের আরেক বাংলাদেশি জানিয়েছেন, তাদের মধ্যে অনেকেই প্রাণ হারানোর শঙ্কায় আছেন।

‘শুধুমাত্র মধ্যবয়সীরাই মারা যাচ্ছেন না; তরুণদেরও প্রাণ যাচ্ছে। আমি নিজে মৃত্যুর প্রস্তুতি নিয়েছি। প্রতিদিন কারো না কারো মৃত্যুর খবর পাচ্ছি। আমরা পুরোপুরি অসহায় বোধ করছি।’

বশির আহমেদ বলছেন, ‘কেন এমন হচ্ছে, সেটি সত্যি আমাদের জানা দরকার। জেনেটিক কারণে এমন হচ্ছে নাকি জীবনযাপনের ধরনের কারণে হচ্ছে, নাকি বছরের পর বছর চলে আসা বঞ্চনা এর জন্য দায়ী, সেটি বোঝা দরকার।’ দেশ রুপান্তর

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *