বাংলাদেশ ডেস্ক: মারাত্মক বাড়ছে করোনা সংক্রমণ বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের উপর করোনা আক্রান্ত হয়েছেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন আরো চারজনের মৃত্যু হয়েছে। এবং এ পর্যন্ত বাংলাদেশে সর্বমোট করোনায় ২৮ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে একদিনে উদ্বেগ বাড়িয়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জন। এই সংখ্যা ভীষণ উদ্বেগ সৃষ্টি করেছে। এ নিয়ে বাংলাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে।
এদিকে, বাংলাদেশে প্রথমবারের মতো জনসনের মোট ৩ লক্ষ ৩৬ হাজার ডোজ করোনা টিকা এসেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছছ বাংলাদেশ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ভ্যাকসিনের ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া যায় পরীক্ষামূলক প্রয়োগে।





