শিরোনাম
বুধ. ডিসে ৩১, ২০২৫

করোনার ভাইরাস টেস্টে আরও দু‘জন পজিটিভ, আন্দামান ও নিকোবারে মোট আক্রান্ত সংখ্যা ৪১

একেএম শাহালম: আন্দামান ও নিকোবার দ্বীপপুন্জে নতুন করে ১২ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই পরিবারের ৬ জনসহ আগের ২৯ জনের সাথে নতুন করে ১২ জন যোগ হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে ডাঃ অভিজিৎ রায় এই তথ্য আজ নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাস ঠেকাতে পুল টেস্টিং পদ্ধতি নিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশাসন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন।

কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে COVID-19-এ মোট আক্রান্তের সংখ্যা এখন ৪১। এরা প্রত্যেকেই দক্ষিণ আন্দামান জেলার ব্যাম্বুফ্ল্যাট অঞ্চলের বাসিন্দা।

প্রশাসনের তরফে জানান হয়েছে, “নতুন সংক্রমণের প্রত্যেকেই আগে চিহ্নিত পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছেন”। বর্তমানে সকল রোগীরাই জিবি পন্থ হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য দফতরের আধিকারিক।

গত মাসে ১১ জন, যাদের মধ্যে দশজনের তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যোগ পাওয়া গিয়েছিল এবং একজন যে বিমানে তাঁদের মধ্যে কিছুজনের সঙ্গে ট্রাভেল করেছিলেন প্রত্যেকেই সুস্থ হয়ে গিয়েছেন।

ওই একই এলাকা থেকে পাঁচজন একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ৩৯ বছরের একজন পুলিশ রেডিও অপারেটর করোনায় আক্রান্ত হয়েছেন ওই এলাকায়। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে দ্বীপপুঞ্জের ওই এলাকা। সবকটি ঘটনায় তাঁর পরিবার কিংবা পরিচিতদের যোগ পাওয়া গিয়েছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাড়ি থেকে ট্রাইব যতজন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৮ টি ঘটনা সক্রিয়। এখনও অবধি ৩,৪৬০ স্যাম্পেল রিজিওন্যাল মেডিক্যাল রিসার্চ সেন্টারে টেস্ট করা হয়েছে, তাঁরমধ্যে ২৭৪২ টি ফলাফল সামনে এসেছে, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিক। পাশাপাশি, কেন্দ্র থেকে এখনও ৩৮০০ র‍্যাপিড টেস্টিং কিট পেয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাস্থ্য দফতর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জিবি পন্থ হাসপাতালে ৫০ বেডসম্পন্ন আইসোলেশন বিভাগ তৈরি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *