জয়ন্ত চক্রবর্তী: যা অনুমান এবং আশংকা ছিল তাই বাস্তবে পরিণত হলো। করোনা আক্রান্তের সংখ্যায় ভারত স্পেনকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে। স্পেনে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দু’লক্ষ একত্রিশ হাজার তিনশো দশ। ভারতে দু’লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া হিসাব অনুযায়ী ভারতে শনিবার প্রথম আক্রান্তের সংখ্যা দশহাজার মার্ক ছাড়িয়ে দাঁড়িয়েছে দশহাজার চারশো চৌত্রিশ। শনিবার একদিনে মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড। এদিন করোনায় মারা গেছেন দুশো সাতানব্বই জন। ভারতের আগে করোনা আক্রান্তের সংখ্যায় এখন চারটি মাত্র দেশ আছে – আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন।
রাজ্যে সোমবার থেকে অফিস, আদালত, রেস্তোরাঁ, হোটেল, মল ইত্যাদি খুলছে। তার আগেই দুঃসংবাদ পশ্চিমবঙ্গ থেকে। এই বাংলায় করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শনিবার। মোট আক্রান্তের সংখ্যা এদিন চারশো পঁয়ত্রিশ যা শুক্রবারের চারশো সাতাশ সংখ্যাটিকে ছাড়িয়ে গেল। এর মধ্যে কলকাতায় আক্রান্ত সর্বাধিক, চুরানব্বই। এদিন বাংলায় মোট সতের জনের মৃত্যু হয়েছে, কলকাতায় ন’ জন। মৃতের সংখ্যার বিচারেও এটি সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অবশ্য অন্য কথা বলছে। তাদের বক্তব্য, ভারতে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছ হাজার নশো উনচল্লিশ জন। মৃত্যুর হার নাকি মাত্র ২.৮ শতাংশ। পরিসংখ্যানের বিচার যাই বলুক, একটি মৃত্যুও যন্ত্রণার। এই মৃত্যুর মিছিল আদৌ থামবে কি?