এ বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। এখনও হাতে কয়েক মাস সময় থাকলেও করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কারণ করোনা সংক্রমণের চ্যালেঞ্জের মোকাবিলা করেই যে নির্বাচন আয়োজন করতে হবে, তা ধরেই নিয়েছেন কমিশনের কর্তারা। সেই অনুযায়ী বেশ কিছু নিয়মেও বদল আনা হচ্ছে।
অক্টোবর বা নভেম্বর মাসেই সম্ভবত নি্র্বাচন হবে বিহারে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, করোনা আক্রান্ত অথবা ৬৫ বছরের বেশি বয়স, এমন ভোটদাতারা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তার জন্য তাঁদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে।
বিহার নির্বাচন পর্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাগুলিরও পালন করা হবে। ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও অনেকটাই বাড়ানো হচ্ছে। যাতে প্রতিটি বুথ এবং ভোটগ্রহণ কেন্দ্রে অতিরিক্ত ভিড় না হয়। এর ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেই নির্বাচন পরিচালনা করা যাবে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ১০০০-এর নীচে রাখা হবে।
২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার বর্তমান মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত রয়েছে। ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।