পাটনা: ২০২০ সাল। দেশ জুড়ে করোনা আবহ, আতঙ্ক। তবু নির্বিঘ্নে ভোট দিলেন বিহারবাসী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে ভোটদানের হার বেশি। চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৫৭.০৫ শতাংশ, যেখানে ২০১৫ সালে ভোট পড়ে ৫৬.৬৬ শতাংশ।
নির্বাচন কমিশনের রেকর্ড বলছে মহিলা ভোটারের সংখ্যা এবার বেশি ছিল। ৫৯.৬৯ শতাংশ মহিলা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। সেই তুলনায় অপেক্ষাকৃত সংখ্যায় কম পুরুষ ভোটার। ৫৪.৬৮ শতাংশ পুরুষ ভোটার এবার ভোট দিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনে।
তৃতীয় দফায় এবার বেশি ভোট পড়েছে। ১৫টি জেলা জুড়ে ৭৮টি আসনে তৃতীয় দফায় ভোট হয়েছে। কোশী সীমাঞ্চল, মিথিলাঞ্চল ও থিরুটে ভোট হয়েছে। সাতই নভেম্বর তৃতীয় দফার ভোট হয়। প্রায় ৬০ শতাংশ ভোট পড়ে এই দিন। প্রথম দফায় ভোট পড়ে ৫৫.৬৮ শতাংশ ও দ্বিতীয় দফায় ভোট পড়ে ৫৫.৭০ শতাংশ।
গত বছর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেভোট পড়েছিল ৫৭.৩৩ শতাংশ। কোনও পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়নি। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে এই প্রথম এতবড় নির্বাচন অনুষ্ঠিত হল দেশে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটদানের সময় এক ঘন্টা বাড়িয়ে ছিল নির্বাচন কমিশন।
গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ নির্বাচনী আধিকারিক। এদিকে, ২৪৩টি আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১২২টি আসনের প্রয়োজন। মঙ্গলে এনডিএ শঙ্খনাদ নাকি মহাজোটের জয় হুঙ্কার এই দৃশ্য দেখা যাবে বিহারে। এক্সিট পোলে মহাজোটকে এগিয়ে রাখা হলেও শাসক এনডিএ শিবিরে তোড়জোর প্রবল।
গত বিধানসভা নির্বাচনে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে নীতীশ কুমার জোট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে। জয়ী হন। পরে জোট ভেঙে এনডিএ শিবিরে ফিরে যান।