পশ্চিমবঙ্গ প্রতিনিধি: পশ্চিমবঙ্গে জেঁকে বসেছে করোনা ভাইরাস। সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতি জগৎ, বাদ যাচ্ছেন না কেউ। একের পর এক খবর আসছে মহামারি করোনা আক্রান্তের। টলিউডেও একে একে করোনায় আক্রান্ত হচ্ছেন সবাই। রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল বাদ নেই কেউ।
যার জেরে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) স্থগিতই হয়ে গেল। কোনরকম ঝুঁকি নেয়া যাবে না এ সময়। কারণ অনুষ্ঠান মানেই জমায়েত। বড়সড় বিপদ এড়াতে এই সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি। ব্যাপারটা অনেক ঝুঁকির হয়ে যায় বলেই মনে করা হচ্ছে।
আক্রান্ত হচ্ছেন একে একে সবাই। পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ-সহ বহু অভিনেতা এবং উৎসব কমিটির কয়েকজনের শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে। এমন অবস্থায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আপাতত বাতিল করা হল বলে জানিয়েছে কমিটি। ৭ তারিখ থেকে সেটা শুরু হওয়ার কথা ছিল।
উল্লেখযোগ্য যে, মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচি প্রকাশ করে উৎসব কমিটি। আর বুধবার সকালে কোভিড পজিটিভ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটে নিজে জানিয়েছেন সে খবর। পরমব্রত হোম আইসোলেশনে আছেন।
এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- সহ বোর্ডের অনেক সদস্য। যেহেতু তাঁরাও সংস্পর্শে এসেছেন তাই তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়ে সতর্ক করেন অভিনেতা পরমব্রত।
মন খারাপ হলেও করার কিছুই নেই। কারণ সাবধানতা আগে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম সম্ভাবনার কথা বিচার করা হয়েছে। সিনে প্রেমী, সাধারণ নাগরিক, ছবি উত্সবের সঙ্গে যুক্ত বেশ কিছু সদস্যও এই মুহূর্তে করোনা আক্রান্ত। সবার সুরক্ষার কথা বিচার করে এই মুহূর্তে রাজ্য সরকার সাময়িকভাবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব স্থগিত রাখবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ থেকে ১৫ই জানুয়ারি এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খুব শীঘ্রই ছবি উত্সবের নতুন দিনক্ষণ জানানো হবে’।

